Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জোরবাড়ীয়া ডি-কাচারী
স্থান

ফুলবাড়ীয়া বাজারের পূর্ব দিকে বর্তমান পল্লী বিদ্যুৎতের রাস্তা দিয়ে পূর্ব দিকে যেতে হয়।

কিভাবে যাওয়া যায়

পল্লী বিদ্যুৎ অফিস হইতে সোজা পূর্ব দিকে ডি-কাচারী যাওয়া যায় এবং ভ্যান যোগে ভাড়া লাগে ১০ টাকা মাত্র।

যোগাযোগ

0

বিস্তারিত

মুক্তাগাছার জমিদার
জমিদার মহারাজ শশীকান্ত জমিদার সাহেবের খাজনা আদায় খানা (অফিস) তৎকালে এখানে থাকত হাতি, ঘোড়া, পেয়াদা, শিং। পরিবহণের জন্য থাকত (হাতী চালক) হাতী, ঘোড়া, গোড়ার গাড়ী, হাতির জন্য থাকত হাতি পালনের জন্য হাতির মাউত (হাতী চালক)। হাতি গোসল করানোর জন্য  আলাদা এক বিরাট পুকুর। হাতী দ্বারা বিদ্রোহী প্রজাদের বাড়ী ঘর গুড়িয়ে দেওয়া হত। ঘোড়ার গাড়ী ও ঘোড়া দ্বারা বিভিন্ন খবর আদান প্রদান করা হতো। প্রশাসনের জন্য এখানে থাকতো সিও-রেফ। তার আওতায় থাকত নায়েব, নাজির, উজির, সিং, পেয়েদা।
অবকাঠামোঃ এখানে ছিল একটি দ্বিতল ঘর, আরো অনেক ছোট বড় টিনসেট ঘর, শানেবাদানো ঘাটলা পুকুর। ১ কিলোমিটার মনোরম পরিবেশে অবস্থিত জোরবাড়ীয়া ডি-কাচারী।