Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

মুহাম্মদ জামাল উদ্দিন 

 

ইংরেজ ১৯৬৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাটাখালি গ্রামে মাতুলালয়ে সুবহি সাদিক রোজ শুক্রবার জন্মগ্রহণ করেন। তাঁর পিতার বসত বাড়ি উক্ত জেলার ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে। তাঁর পিতা মোঃ আলাল উদ্দিন ও মাতা রাবেয়অ বেগম। তিনি ১৯৮০ সালে এস, এস, সি ১৯৮৪ সালে এইচ, এস, সি ১৯৮৬ সালে বি, এ পাস করেন। তিনি পেশায় একজন শিক্ষক। শিক্ষকতা জীবনে বেশ সাফল্য অর্জনসহ সি-ইন-এড, বি-এড ও এম- এড ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নিজ উপজেলার জোরবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। এ যাবৎ‘ তিনি কিছু রং কিছু কথা’(ছড়াগ্রস্থ), ‘জিজ্ঞাসা’ (কবিতা), ‘আলোকের সন্ধানে’ (কবিতা), ‘অন্বেষণ’ (প্রবন্ধ), এবং তিনটি বাংলা ব্যাকরণ ও চারটি ইংরেজী Grammar রচনা ও প্রকাশ করে প্রচুর সুখ্যাতি অর্জন করেছেন।

তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় লিখে থাকেন। তাঁর লেখায় রোমান্টিকতা, দেশপ্রেম, আত্নপ্রত্যয়, সুস্পষ্ট ব্যক্তিত্ববোধ ক্লাসিক্যাল ধ্যান-ধারনা খুবই স্পষ্ট ও  উজ্জল।

বর্তমানে তিনি ফুলবাড়ীয়া উপজেলার সাহিত্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালান করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভূক্ত একজন গীতিকার ও প্রচুর গান রচয়িতা।