৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভিতরে তেমন কোন নদী নাই । একটি নদী ও একটি খাল রয়েছে যা ফুলবাড়ীয়া ইউনিয়ন এলাকার ৭, ৬ ও ৫ নং ওয়ার্ড ইচালই বিল থেকে শুরু হয় এবং বৈরাগী বাজার বৈঠা খালীর নদীর পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। যার কারণে এই এলাকার মানুষের দূর্ভগ পোহাতে হয়। কারণ নদীর পানি খাল বয়ে শেষ করতে পারেনা এই খালটি পরবর্তীতে খিরু নদীতে পতিত হয়েছে। তাছাড়া এখালটি যে জায়গা থেকে শুরু হয়েছে তার নাম ঐতিহ্য বাহী ইচাইল বিল এই বিলটি বেশ বড় এবং এখানে প্রচুর মাছ পাওয়া। ময়মনসিংহ ফুলবাড়ীয়া মেইন রোড থেকে পূর্ব দিকে তাকালে বিশাল বড় এই বিলটি চোখে পড়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস