ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়াকার। এখানে বে-সরকারীভাবে ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি, আওয়ামীলীগ ৫টি ও বিএনপি ১ টি আসনে এগিয়ে আছে।
সূত্র জানায়, ১ নং নাওগাও ইউনিয়নে নৌকার প্রার্থী আঃ রাজ্জাক, ২ নং পুটিজানা ইউনিয়নে নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন, ৩নং কুশমাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আঃ জব্বার, ৪নং বালিয়ান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান সরকার, ৫নং দেওখলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান হাদী, ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল মালেক সরকার,৭নং বাকতা ইউনিয়নে বিএনপি প্রার্থী ফজলুল হক মাখন, ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী শহীদুজ্জামান, ৯নং এনায়েতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন, ১০ নং কালাদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম।
১১ নং রাধাকানাই ইউনিয়নে নৌকার প্রাথী গোলাম কিবরীয়া শিমুল ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল চৌধুরীর মধ্যে দুটি কেন্দ্র নিয়ে গলযোগ থাকায় কেন্দ্রের ভোট কেন্দ্রে ঘোষণা না করে ফুলবাড়ীয়া সদরে নিয়ে আসা হয়।
তবে প্রাথমিকভাবে রেজাউল চৌধুরী এগিয়ে ছিল বলে জানা গেছে। ১২ নং আছিম ইউনিয়নে নৌকার র্প্র্থাী সাইফুজ্জামান ও ১৩ নং ভবানীপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী শাহীনুর ইসলাম মলিক জীবন বে-সরকারীভাবে এগিয়ে আছে।এদের মধ্যে বালিয়ান ইউনিয়নে আশরাফুউজ্জামান সরকার সর্বোচ্চ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS